নির্বাচনী সমঝোতা: সমমনা দলগুলোর জন্য আরও আসন ছাড়ল বিএনপি

Total Views : 38
Zoom In Zoom Out Read Later Print

নূর-সাকি-মান্নাদের জন্য সবুজ সংকেত; প্রার্থী তালিকায় আরও পরিবর্তনের আভাস

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনে রাজপথে থাকা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিল বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন তালিকার ঘোষণা দেন।

মহাসচিব জানান, যারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদের জন্য আসন ছাড়ল বিএনপি:

সমঝোতার ভিত্তিতে সমমনা জোটের যে শীর্ষ নেতাদের জন্য বিএনপি আসন ছেড়েছে, তাঁরা হলেন:

  • বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না (সভাপতি, নাগরিক ঐক্য)

  • পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার (চেয়ারম্যান, জাতীয় পার্টি-কাজী জাফর)

  • নড়াইল-২: ফরিদুজ্জামান ফরহাদ (চেয়ারম্যান, এনপিপি)

  • যশোর-৫: মুফতি রশিদ বিন ওয়াক্কাস (ইসলামী ঐক্যজোট)

  • পটুয়াখালী-৩: নুরুল হক নূর (সভাপতি, গণঅধিকার পরিষদ)

  • ঝিনাইদহ-৪: রাশেদ খান (সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ)

  • ঢাকা-১২: সাইফুল হক (সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)

  • ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি (প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন)

সরাসরি বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন:

মির্জা ফখরুল আরও জানান, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে বিশেষত্ব হলো, রেদোয়ান আহমেদ ইতোমধ্যেই বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজও দ্রুতই আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। ফলে তাঁরা সরাসরি বিএনপির দলীয় প্রতীক 'ধানের শীষ' নিয়ে লড়বেন। অন্যদিকে, জোটের অন্য শরিকরা নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

সমঝোতা এখনো চলমান:

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল স্পষ্ট করেন যে, এটিই চূড়ান্ত তালিকা নয়। তিনি বলেন, "আমাদের আলোচনা এখনো শেষ হয়নি। শরিক দলগুলোর সঙ্গে আরও কিছু আসন নিয়ে আলাপ-আলোচনা চলছে। নতুন কোনো সিদ্ধান্ত হলে আমরা তা সময়মতো গণমাধ্যমকে জানিয়ে দেব।"

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

See More

Latest Photos