চানখারপুলে ৬ হত্যা মামলা: ২০ জানুয়ারি রায়ের দিন ধার্য করল ট্রাইব্যুনাল

Total Views : 35
Zoom In Zoom Out Read Later Print

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত ফয়সালা হবে আগামী মাসে

গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ধার্য করেন।

কাঠগড়ায় যারা:

এই মামলায় মোট আটজন আসামির মধ্যে বর্তমানে চারজন কারাগারে রয়েছেন। তাঁরা হলেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম

অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন এখনো পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন— ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল

মামলার প্রেক্ষাপট ও নিহতের তালিকা:

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের পক্ষ থেকে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি প্রাণ হারান— শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক

উল্লেখ্য, গত ১৪ জুলাই এই ঘটনায় অভিযুক্ত আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এখন রায়ের অপেক্ষায়।

See More

Latest Photos