উপন্যাস নকলের অভিযোগ তুলে বম্বে হাইকোর্টে যাচ্ছেন লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা
এবার ‘গল্প চুরির’ দায়ে বড় আইনি বিপাকে করণ জোহর
বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর আবারও আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনস এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ তুলেছেন প্রখ্যাত সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা। তাঁর দাবি, ২০২১ সালে প্রকাশিত তাঁর জনপ্রিয় উপন্যাস ‘হোমবাউন্ড’ (Homebound) থেকে প্রেক্ষাপট ও সংলাপ নকল করে একই নামের সিনেমা নির্মাণ করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষাপট:
নীরজ ঘেওয়ান পরিচালিত এবং ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত ‘হোমবাউন্ড’ চলচ্চিত্রটি ঘিরেই এই আইনি লড়াইয়ের সূত্রপাত। লেখিকা পূজার দাবি, তিনি ইতোমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং খুব শীঘ্রই বম্বে হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন।
নির্মাতাদের দাবি বনাম লেখিকার যুক্তি:
সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই কাহিনিটি সাংবাদিক বশারত পীরের ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।
তবে পূজা চাঙ্গোইওয়ালা এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, "আমার উপন্যাস এবং সিনেমা—উভয়ই ২০২০ সালের কোভিডকালীন পরিযায়ী শ্রমিকদের সংকটের ওপর ভিত্তি করে লেখা। কিন্তু সিনেমাটি দেখার পর আমি স্তম্ভিত হয়ে যাই। প্রযোজকরা শুধু বইয়ের নামই ব্যবহার করেননি, সিনেমার দ্বিতীয় ভাগে উপন্যাসের দৃশ্য, সংলাপ, বর্ণনাভঙ্গি এবং ঘটনার ক্রম হুবহু তুলে ধরেছেন।"
আইনি প্রতিকার ও ক্ষতিপূরণ:
আইনি পদক্ষেপ হিসেবে পূজা বেশ কিছু কঠোর ব্যবস্থা দাবি করেছেন। এর মধ্যে রয়েছে:
সিনেমাটির প্রচার ও বিতরণ অবিলম্বে বন্ধ করা।
অনুমতি ছাড়া ব্যবহৃত সকল দৃশ্য ও সংলাপ অপসারণ।
সিনেমাটির নাম পরিবর্তন করা।
কপিরাইট লঙ্ঘনের দায়ে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান।
বলিউডের প্রভাবশালী এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ বিটাউনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, বম্বে হাইকোর্ট এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।