১৭ বছর পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান; উত্তাল রাজধানী
ফিরছেন তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিয়েছে ৩০০ ফিট এলাকা
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও অপেক্ষার অবসান ঘটিয়ে আজ নিজ মাতৃভূমিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকার কুড়িল-৩০০ ফিট এলাকা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন আর স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত আরও তীব্র হচ্ছে।
বাংলাদেশের আকাশে তারেক রহমান
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বিএনপির এই শীর্ষ নেতার বিমানটি এখন বাংলাদেশের আকাশসীমায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তারেক রহমান নিজেই তাঁর দেশে প্রবেশের খবরটি নিশ্চিত করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে আজ দুপুর ১২টার দিকে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
৩০০ ফিটে জনতার ঢল
তারেক রহমানকে বরণ করে নিতে দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো মানুষ এসে জড়ো হয়েছেন। যানবাহনের তীব্র চাপের কারণে হাজার হাজার নেতাকর্মীকে পায়ে হেঁটে ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হতে দেখা গেছে। মানুষের ভিড়ে ওই এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। নেতাকর্মীদের আবেগ ও উচ্ছ্বাসে পুরো এলাকা এখন উৎসবের নগরী।
নিরাপত্তায় কঠোর কড়াকড়ি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দর এলাকা এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।