আন্তর্জাতিক সিরিজে প্রথমবারের মতো পুরুষ দ্বৈতের শেষ আটে জায়গা করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা
ব্যাডমিন্টনে বাংলাদেশের নতুন ইতিহাস: কোয়ার্টার ফাইনালে ৪ জুটি
নিজ আঙিনায় ব্যাডমিন্টনে নতুন এক সোনালী অধ্যায় রচনা করল বাংলাদেশ। ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক চ্যালেঞ্জে মিশ্র দ্বৈতে আল আমিন ও উর্মি আক্তার রুপার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সিরিজে ভিন্ন এক রেকর্ড গড়লেন দেশের শাটলাররা। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের পুরুষ দ্বৈত ইভেন্টে বাংলাদেশের চারটি জুটি একসঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
একনজরে ঐতিহাসিক এই অর্জন
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন এই অভাবনীয় সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "দেশের ব্যাডমিন্টনের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের পুরুষ দ্বৈত ইভেন্টে আমাদের চারটি জুটি একসঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এটি বাংলাদেশের জন্য এক বড় মাইলফলক।" এর আগে ২০১৬ সালের এসএ গেমসে চারটি জুটি শেষ আটে খেললেও কোনো বৈশ্বিক সিরিজে এমন ঘটনা এই প্রথম।
শেষ আটে ওঠার লড়াই
গতকাল শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক-কোয়ার্টার ফাইনালের খেলায় স্বাগতিক শাটলারদের দাপট ছিল চোখে পড়ার মতো:
রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটি ইরানের মেহেদী আনসারী ও আমিন হোসেন জুটিকে ১৭-২১, ২১-১৪ ও ২১-১৯ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন।
তানভীর আহমেদ ও গৌরব সিংহ জুটি স্বদেশি প্রতিপক্ষ আকিব ও শুভ জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।
নাইম ও মিজান জুটি ভিয়েতনামের শক্তিশালী ডংখে ও ট্রান হং জুটিকে ২২-২৪, ২১-১৪ ও ২১-১৮ ব্যবধানে পরাজিত করেন।
দিনের শেষ ম্যাচে আল আমিন ও মোয়াজ্জেম হোসেন জুটি ইরানের আমির হোসেন ও সাইদ আরমিন জুটিকে ২১-১১ ও ২১-৯ পয়েন্টে সরাসরি সেটে বিধ্বস্ত করে শেষ আটে পৌঁছান।
মেয়েদের জুটির ব্যর্থতা
ছেলেরা ইতিহাস গড়লেও মেয়েদের ইভেন্টে কিছুটা হতাশা নেমে এসেছে। দেশের এক নম্বর শাটলার নাছিমা খাতুন ও দুই নম্বর র্যাঙ্কিংয়ে থাকা উর্মি আক্তারের জুটি কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। ঘরোয়া আসরে দাপট দেখালেও আন্তর্জাতিক এই সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তারা।
বিশেষজ্ঞদের মূল্যায়ন
সাবেক তারকা শাটলার ও বর্তমান কোচ এলিনা সুলতানা এই সাফল্যকে দেশের ব্যাডমিন্টনের জন্য বড় সুখবর হিসেবে দেখছেন। তিনি বলেন, "ছেলেরা মাঠের লড়াইয়ে দুর্দান্ত ছিল। যোগ্যতার ভিত্তিতেই চারটি জুটি শেষ আটে স্থান করে নিয়েছে। এটি আমাদের ব্যাডমিন্টনের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।"