ফেরার পর প্রথম জুমায় বাবার মাজারে তারেক রহমান, পরে সাভারে শ্রদ্ধা

Total Views : 26
Zoom In Zoom Out Read Later Print

১৭ বছর পর জিয়ার মাজারে আবেগঘন জিয়ারত; স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশে প্রত্যাবর্তনের পর প্রথম শুক্রবারটি ইবাদত ও শ্রদ্ধায় অতিবাহিত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেন তিনি। এরপর সেখান থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাবার স্মৃতিতে আবেগপ্রবণ তারেক রহমান

আজ পবিত্র জুমার নামাজ শেষ করে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সরাসরি মাজারের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। মাজারে পৌঁছে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করেন এবং রুহের মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর বাবার মাজারে ফিরতে পেরে তাঁকে বেশ আবেগপ্রবণ দেখা যায়।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান ও বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি কিছুক্ষণ নিরবতা পালন করেন।

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে মাজার এলাকা এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এসব এলাকায় চার স্তরের বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়।

ঐতিহাসিক প্রত্যাবর্তন

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিত করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বীরের বেশে নেতার ফেরার এই মুহূর্তকে উদযাপনে দেশজুড়ে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসে মাতেন।

See More

Latest Photos