সূচকের বড় উত্থানে বিনিয়োগকারীদের স্বস্তি; তবে কমেছে লেনদেনের গতি
পুঁজিবাজারে চাঙ্গাভাব: ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে সূচকের বড় উত্থানের ফলে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ১ হাজার ৭ কোটি টাকা। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে বিনিয়োগকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বাজার মূলধনের চিত্র
ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, গেল এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ০.১৫ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৮৭৩ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহের শেষে এই অঙ্ক ছিল ৬ লাখ ৭৫ হাজার ৮৬৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা।
ঊর্ধ্বমুখী সূচক
সপ্তাহজুড়ে ডিএসইর সবকটি প্রধান সূচকই ছিল ঊর্ধ্বমুখী:
প্রধান সূচক (DSEX): ৫২.১৬ পয়েন্ট বা ১.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৫০ পয়েন্টের উপরে।
ব্লু-চিপ সূচক (DS30): ২২.৬৯ পয়েন্ট বা ১.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শরিয়াহ সূচক (DSES): ৭.৮৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ বেড়েছে।
লেনদেনে কিছুটা ভাটা
সূচকের উত্থান ঘটলেও গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১১৪ কোটি ৮৭ লাখ টাকা কম। দৈনিক গড় লেনদেনও আগের সপ্তাহের চেয়ে ৭.৪১ শতাংশ কমে ৩৫৮ কোটি ৬৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।
শেয়ারের দর পরিবর্তন
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে:
দর বেড়েছে: ২৪১টি কোম্পানির।
দর কমেছে: ৪৪টি কোম্পানির।
অপরিবর্তিত ছিল: ১০১টি কোম্পানির শেয়ার দর।
বাজার বিশ্লেষণ
বাজার বিশ্লেষকদের মতে, বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ায় সূচকের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তবে লেনদেনের পরিমাণ কমে যাওয়া নির্দেশ করে যে, বিনিয়োগকারীরা এখনো কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লে আগামী সপ্তাহে বাজার আরও শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।