মিডিয়া ইনোভেশনে পুরস্কৃত হলেন ইনডিপেনডেন্ট ডিজিটালের ওয়ালিউল বিশ্বাস; বর্ণাঢ্য আয়োজনে চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন
‘গোল্ডেন সিল্ক রোড’ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ২৯ সাংবাদিক
চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’। দুই দেশের বন্ধুত্বের চিত্র গণমাধ্যমে সুনিপুণভাবে ফুটিয়ে তোলার স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৯ জন সাংবাদিককে এই সম্মাননা প্রদান করা হয়। রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনায় ইনডিপেনডেন্ট টিভির ওয়ালিউল বিশ্বাস
এবারের আসরে ‘মিডিয়া ইনোভেশন’ বিভাগে দ্বিতীয় পুরস্কার জয় করেছেন তরুণ বিনোদন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস। তিনি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ডিজিটাল বিভাগে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত। ইনডিপেনডেন্ট ডিজিটালের জন্য নির্মিত ‘যে আলোয় বদলে যাচ্ছে বাংলাদেশের অ্যাক্রোবেটিক’ শীর্ষক একটি গবেষণাধর্মী ও তথ্যচিত্রনির্ভর প্রতিবেদনের জন্য তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন। বিলুপ্তপ্রায় সার্কাস ও অ্যাক্রোবেটিক শিল্পীদের জীবন এবং আধুনিক ইনফোগ্রাফিক্স প্রেজেন্টেশনের সমন্বয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল।
পুরস্কার ও বিভাগের বিস্তারিত
মোট পাঁচটি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে ১ লক্ষ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৩০ হাজার টাকাসহ সম্মাননা সনদ প্রদান করা হয়। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের শুভেচ্ছা বার্তা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘‘ঐতিহাসিক সিল্ক রোড ছিল পূর্ব ও পশ্চিমের জ্ঞান বিনিময়ের এক অনন্য সেতু। আজ আপনাদের মতো নিষ্ঠাবান গণমাধ্যমকর্মীদের শ্রমের কারণেই ‘গোল্ডেন সিল্ক রোড’ এত উজ্জ্বল। এই পুরস্কার ভবিষ্যতে দুই দেশের মানুষের হৃদয়ের সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে।’’
ক্যাটাগরি ভিত্তিক বিজয়ীদের তালিকা:
অর্থনীতি ও প্রযুক্তি: প্রথম হয়েছেন ডেইলি সানের মো. মুনির হোসেন। দ্বিতীয় হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা ও রূপালী বাংলাদেশের আব্দুর রহিম। তৃতীয় হয়েছেন রফিকুল ইসলাম, আব্দুর রহমান ও আসজাদুল কিবরিয়া।
মিডিয়া ইনোভেশন: প্রথম হয়েছেন আরটিভির মো. ইমরুল হাসান। দ্বিতীয় হয়েছেন ওয়ালিউল বিশ্বাস ও রাশেদুর রহমান। যৌথভাবে আরও পুরস্কৃত হয়েছেন আরশাদ আলী ও সুদীপ্ত নুরুল কবীর।
খেলাধুলা ও সংস্কৃতি: প্রথম হয়েছেন ভোরের কাগজের এস এম নাজমুল হক ইমন। দ্বিতীয় হয়েছেন তানজিম আহমেদ ও রাহেনুর ইসলাম। তৃতীয় হয়েছেন জোবায়ের হোসেন, ফাসিউর রহমান সিফাত ও কামরুল হাসান খান।
ভিজ্যুয়ালস: প্রথম হয়েছেন বিডিনিউজের মাহমুদ জামান অভি। দ্বিতীয় হয়েছেন হাবিবুর রহমান। তৃতীয় হয়েছেন জাহিদুল ইসলাম সজল, ওলিদ ইবনে শাহ ও মাসুম বিল্লাহ।
জেনারেল নিউজ: প্রথম হয়েছেন রূপালী বাংলাদেশের সেলিম আহমেদ। দ্বিতীয় হয়েছেন মৌসুমি ইসলাম ও মোহাম্মদ শরীফুল আলম। তৃতীয় হয়েছেন মফিজুল সাদিক, জেসমিন মলি ও সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাসস ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ এবং চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।