৭ রানে ৮ উইকেট! টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন ভুটানের সোনম ইয়েশে

Total Views : 34
Zoom In Zoom Out Read Later Print

মিয়ানমারকে ধসিয়ে দিয়ে নতুন ইতিহাস; পেছনে পড়লেন মালয়েশিয়ার ইদ্রুস

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডবুক ওলটপালট করে দিলেন ভুটানের তরুণ স্পিনার সোনম ইয়েশে। মায়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে বল হাতে অবিশ্বাস্য এক তান্ডব চালিয়েছেন তিনি। মাত্র ৭ রান খরচ করে ৮ উইকেট শিকার করে বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ২২ বছর বয়সী এই স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই এখন পর্যন্ত ব্যক্তিগত সেরা বোলিং ফিগার।

রেকর্ড ভাঙার নতুন গল্প

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের দখলে। ২০২৩ সালে চীনের বিপক্ষে তিনি ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। এছাড়া চলতি মাসেই বাহরাইনের পেসার আলি দাউদ ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। তবে সোনম ইয়েশে একাই ৮ উইকেট নিয়ে আগের সব রেকর্ডকে ছাপিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন।

যেভাবে এলো এই ঐতিহাসিক ফিগার

ভুটানের গেলেফুতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মায়ানমার। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে ভুটান। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোনম ইয়েশের ঘূর্ণি জাদুতে পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে যায় মায়ানমারের ব্যাটিং লাইনআপ।

  • নিজের প্রথম অর্থাৎ ইনিংসের ৩য় ওভারে এসে কোনো রান না দিয়েই তুলে নেন ৩ উইকেট।

  • ৫ম ওভারে ৩ রান খরচায় নেন ১টি উইকেট।

  • ৭ম ওভারে ১ রান দিয়ে আরও ২ উইকেট শিকার করেন।

  • নিজের শেষ স্পেলে আরও দুটি উইকেট তুলে নিয়ে ৮ উইকেটের অবিস্মরণীয় কোটা পূরণ করেন তিনি।

মাত্র ৪৫ রানে অলআউট মায়ানমার

সোনমের ধ্বংসাত্মক বোলিংয়ের মুখে মায়ানমার মাত্র ৯ দশমিক ২ ওভারে ৪৫ রানেই গুটিয়ে যায়। ফলে ৮২ রানের বিশাল জয় পায় ভুটান। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। আগামীকাল সিরিজের চতুর্থ ম্যাচে আবারও মুখোমুখি হবে এই দুই দল।

See More

Latest Photos