নির্বাচন ভবনে দিলেন আঙুলের ছাপ; নেতাকর্মীদের ঢল ও শ্লোগানে মুখরিত আগারগাঁও এলাকা
আগারগাঁওয়ে এনআইডি নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান
দেশ প্রত্যাবর্তনের পর নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় নির্বাচন ভবনে গিয়ে তিনি ভোটার নিবন্ধনের আবেদন ও আঙুলের ছাপ প্রদানসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করেন।
নির্বাচন ভবনে ২০ মিনিট
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা ১২টা ৫৮ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন ভবনে পৌঁছান তারেক রহমান। সেখানে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর ও বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে তাঁর প্রায় ২০ মিনিট সময় লাগে। দুপুর ১টা ১৯ মিনিটে তিনি নির্বাচন ভবন ত্যাগ করেন। তাঁর আগমণকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। প্রিয় নেতাকে সামনে দেখে নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং তারেক রহমানও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
সকালের কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদন
নির্বাচন কমিশনে যাওয়ার আগে বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে গিয়ে জিয়ারত করেন। এর পাশাপাশি তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবরেও শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
বনানীর পথে যাত্রা
নির্বাচন ভবন থেকে বের হয়ে তারেক রহমান সরাসরি বনানীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে তাঁর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করার কর্মসূচি রয়েছে। সড়কপথে তাঁর যাত্রার সময় রাস্তার দুপাশে সাধারণ মানুষ ও দলের সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
হাসপাতাল সফর নিয়ে আপডেট
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে আজ পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। তবে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে, বর্তমানে ওই হাসপাতালে গণঅভ্যুত্থানের কোনো রোগী চিকিৎসাধীন না থাকায় তাঁর এই সফরটি আপাতত হচ্ছে না।
উল্লেখ্য, টানা ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর বীরের বেশে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।